Type Here to Get Search Results !

রাজ্যের দুই সাংবাদিক হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নিলো সিবিআই--জানালেন মুখ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
অবশেষে রাজ্যের দুই সাংবাদিক হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। শুক্রবার(২২জুন) রাতে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রসঙ্গত, সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে দেওয়া হোক এই দাবিতে সরব হয়েছিলো সংবাদ মাধ্যম। বিগত সরকার এই তদন্তের ভার সিট এর হাতে তুলে দেয়। সাংবাদিকরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। টানা আন্দোলন চালিয়ে যায় ১৭১ দিন ধরে। একসময় মুখ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেয় সাংবাদিকরা। অবশেষে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকারের প্রচেষ্টায় দুই সাংবাদিক হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নিলো সিবিআই। শুক্রবার নিজ অফিসকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, দুই সাংবাদিক হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইকে দিতে ইতিপূর্বেই আমরা মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করেছি। এরপর গত ১৭ মার্চ এই সিদ্ধান্ত ডিওপিটি- তে পাঠিয়ে দেওয়া হয়। ডিওপিটি এই সিদ্ধান্তের বিষয়টি সিবিআইয়ের কাছে পাঠালে তারা তদন্তের দায়িত্বভার নেবার নোটিফিকেশন জারি করে।
সাংবাদিক হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআই-কে দেওয়ায় ডিওপিটি-কে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করে বলেন, নিহত দুই সাংবাদিকের পরিবার এবার সুবিচার পাবেন। এর পাশাপাশি আগামীদিনে সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার বিষয়েও আশ্বস্ত করেন তিনি।

ছবিঃ সুমিত কুমার সিংহ
২২শে জুন ২০১৮ইং           

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.