Type Here to Get Search Results !

‘শরতের নানা ফুলের ফুলঝুরি’ ... বাংলাদেশ থেকে জলশ্রী বানী ডিয়ায এর কবিতা

‘শরতের নানা ফুলের ফুলঝুরি’

শরতের নানা ফুলের ফুলঝুরিতে ছুটছে হৃদয় হিল্লোল তুলে চলছে কোন্ সে মানষীর আশায়...., শ্রাবণের শুভ্র মেঘগুলো সরিয়ে আসন পেতে নাও অনন্য ধরনী প্রণীল আকাশের ওই দূর অসীমতায়। ভোরের নিস্তব্ধতা ভেদ করে স্নিগ্ধ শিউলি যখন কমলা রঙের বটায় পাপড়ি মেলে 'পড়ে রয় উঠানের পাশে..., স্তব্ধ শিউলির শাখা দাঁড়িয়ে থাকে নীরবে উদাস দুটি নয়নে মন যে চলে অরুণরাঙা চরণ ফেলে শিশির-ভেজা ঘাসে। শিউলিকে ডেকে যায় নানা ভাবনায় শেফালী নামের সুরে শারদলক্ষ্মীকে সাজিয়ে শুভ্র মেঘের রথে রেখে পূজার বেদীতে, দিতে বিসর্জন গঙ্গার কূলে ধূপগন্ধী ছড়িয়ে বাজে ঢোলের সারি তখন ভেসে যায় মা লক্ষ্মী সুবাসিত মালতী ফুলের আসন পেতে। শরতের নানা ফুলের ফুলঝুরি-তে ছুটছে সন্ধ্যার হাওয়া সন্ধ্যা মালতী ফুলের কোমল পাপড়ি ছড়ায় যেন সুগন্ধি সুধা, বেজে উঠে দোয়েলের শীষ আর গভীর সান্ধ্য শঙ্খধ্বণি অমল চাঁদের আলোয় বসে থাকে নীরবে ছেড়ে সকল বাধা। জুঁই-চামেলি, টগর, তবু সুহাসিনী বেলীফুলের ডালা সাজিয়ে শুভ্র সাদা মেঘের ভেলা চড়ে বেড়ায় রজনীগন্ধার ঢালি, শরত-আলোয় কাশের গুচ্ছে ফুটে উঠেছে আকাশে বাঁকা চাঁদ সুন্দর বসুন্ধরার বুকে সাজায় ফুলের প্রাসাদ এ সৃষ্টিকর্তা মালি।

- জলশ্রী বানী ডিয়ায, বাংলাদেশ

১৯শে অক্টোবর ২০১৯