দেয়ালের মতো কৃত্রিম.....
সবই কৃত্রিম!
দেয়ালের মতো।
দালানের মতো।
কংক্রিটের আদলে তৈরি অনুভূতি।
হ্রাস আজ শ্রদ্ধা ও সম্মানের অভিরুচি।
শরীরও বুঝেছে ওসব-
মনটাই খালি সেকেলে
সে বলে, আত্মসম্মান সেই সবুজেই।
‘ইশ যদি পারতাম’ বলে সে বন্দি।
তাকে মুক্তি দেবে কে!
স্বস্তি দেবে কে!
হতাশার মহাকাব্যের রচনা করলে,
বাদামি ইটগুলো কি পড়বে?
শুধু তুমি আমি যান্ত্রিক নই।
দুটি কল্পনা সই!
প্রিয়, পৌষের মতোই স্নিগ্ধ হোক পথচলা।
--সৈয়দ ইফতেখার, বাংলাদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৪ঠা জানুয়ারি ২০২০
সবই কৃত্রিম!
দেয়ালের মতো।
দালানের মতো।
কংক্রিটের আদলে তৈরি অনুভূতি।
হ্রাস আজ শ্রদ্ধা ও সম্মানের অভিরুচি।
শরীরও বুঝেছে ওসব-
মনটাই খালি সেকেলে
সে বলে, আত্মসম্মান সেই সবুজেই।
‘ইশ যদি পারতাম’ বলে সে বন্দি।
তাকে মুক্তি দেবে কে!
স্বস্তি দেবে কে!
হতাশার মহাকাব্যের রচনা করলে,
বাদামি ইটগুলো কি পড়বে?
শুধু তুমি আমি যান্ত্রিক নই।
দুটি কল্পনা সই!
প্রিয়, পৌষের মতোই স্নিগ্ধ হোক পথচলা।
--সৈয়দ ইফতেখার, বাংলাদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৪ঠা জানুয়ারি ২০২০