Type Here to Get Search Results !

মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশে ৫ রাজাকারের ফাঁসি

প্রভাষ চৌধুরী,ব্যুরো এডিটর, ঢাকাঃ
মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের পটুয়াখালী জেলার ইসহাক সিকদারসহ ৫ রাজাকারের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৩ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ইসহাক সিকদার ছাড়া মৃত্যুদণ্ড পাওয়া অন্য চারজন হলেন আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা। রায় ঘোষণার সময় আসামিরা সবাই কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আ. সাত্তার পালোয়ান। এর আগে বেলা পৌনে ১১টায় রায় পড়া শুরু হয়। ১৫৯ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়েন বিচারপতি আবু আহমেদ জমাদার। পরে বেলা পৌনে ১২টার দিকে রায় ঘোষণা করা হয়। মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে পাঁচ আসামির সাজা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।  রায়ে আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন যে দুটি অভিযোগ এনেছিল দুটি অভিযোগই প্রমাণিত হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর ইটাবাড়িয়া গ্রামে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটকে রেখে নির্যাতন, ১৭ জনকে হত্যার ঘটনায় আসামিদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ওই গ্রামের অন্তত ১৫ নারীকে ধর্ষণের ঘটনাতেও সবাইকে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল।

১৩ই আগস্ট ২০১৮ইং 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.