Type Here to Get Search Results !

ইচ্ছুক দাতা ও গ্রহীতার জন্য পূর্বোদয়ার অভিনব উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
যারা দুঃস্থ কিংবা দুর্গতদের জন্য কোনও কিছু দান করতে ইচ্ছুক তাদের জন্য অভিনব উদ্যোগ নিয়ে এলো পূর্বোদয়া সামাজিক সংস্থা।'হার্ট অব হিউম্যানিটি' শীর্ষক এই বিশেষ কর্মসূচীতে আগরতলা শহরে খোলা হচ্ছে তিনটি আউটলেট।সেখানে যারা কিছু দান করতে ইচ্ছুক তারা তা দান করতে পারবেন।আর দুর্গতরা গিয়ে তা সংগ্রহ করতে পারবেন।
পূর্বোদয়ার পক্ষ থেকে মঙ্গলবার(২১ জুলাই) আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংস্থার সম্পাদিকা নীতি দেব।আগামী ২৩ জুলাই আউটলেটগুলির উদ্বোধন হবে।ঐদিন বেলা ১১টায় শঙ্কর চৌমুহনীস্থিত আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আইনমন্ত্রী রতন লাল নাথ।বেলা ২টায় জিবি বাজারে আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ও পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।আর বিকেল ৫টায় রাধানগর বাস স্ট্যান্ডস্থিত আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা ও সমাজকল্যাণমন্ত্রী সান্তনা চাকমা।
নীতি দেব জানান,পুনরায় ব্যবহার যোগ্য কাপড়,খেলনা,বই-খাতা- কলম,জুতো,চাদর,ব্যাগ,খাদ্য সামগ্রী সবই এখানে দান করা যাবে।

ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা

২১শে জুলাই ২০২০  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.