নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
দেখতে দেখতেই গুটি গুটি পায়ে ১৫তম বর্ষে পদার্পণ করতে চলেছে আগরতলা পুস্তক মেলা। ফিরে আসছে সেই শিশু উদ্যানে। এই পুস্তক মেলা যেন আগরতলা বইমেলার প্রাক প্রস্তুতি, ওয়ার্ম আপ।আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আগরতলা পুস্তক মেলা। বারো দিন ব্যাপী মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছ'টায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি শুভাশিস তলাপাত্র, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বাংলাদেশের বিশিষ্ট প্রাবন্ধিক সুভাষ সিংহ রায় সহ অন্যান্যরা। শুক্রবার (২৯ নভেম্বর) আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে গিল্ডের পক্ষ থেকে এখবর জানানো হয়। মূলত স্থানীয় প্রকাশক ও ব্যবসায়ীদের প্রমোট করতেই এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। এবারের মেলায় রাজ্য সমবায় ব্যাংক, ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউট, এডিসি সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টল থাকবে। প্রায় ৫০জন পুস্তক বিক্রেতা ও প্রকাশক এবারের মেলায় অংশ নেবেন। বাংলাদেশ থেকে অবশ্য কোনও ব্যবসায়ী বা প্রকাশক আসছেন না। তবে সেখানকার বই থাকবে। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন গিল্ডের সম্পাদক রঘুনাথ সরকার, আহ্বায়ক শুভব্রত দেব, প্রাক্তন সভাপতি দেবানন্দ দাম সহ অন্যান্যরা। তাদের প্রত্যাশা এবারের মেলায় কম করেও দশটি বই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পাবে। পুস্তক মেলার মঞ্চে দীপালি বৈদ্য খাসনবীশ স্মৃতি সাহিত্য পুরস্কার দেওয়া হবে কথা সাহিত্যিক রাজকুমার জিতেন্দ্রজিৎ সিনহাকে। তাছাড়া পুস্তক মেলাতেই শারদ সাহিত্য সম্মান পুরস্কারও দেওয়া হবে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা চক্র।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৯শে নভেম্বর ২০১৯
দেখতে দেখতেই গুটি গুটি পায়ে ১৫তম বর্ষে পদার্পণ করতে চলেছে আগরতলা পুস্তক মেলা। ফিরে আসছে সেই শিশু উদ্যানে। এই পুস্তক মেলা যেন আগরতলা বইমেলার প্রাক প্রস্তুতি, ওয়ার্ম আপ।আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আগরতলা পুস্তক মেলা। বারো দিন ব্যাপী মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছ'টায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি শুভাশিস তলাপাত্র, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বাংলাদেশের বিশিষ্ট প্রাবন্ধিক সুভাষ সিংহ রায় সহ অন্যান্যরা। শুক্রবার (২৯ নভেম্বর) আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে গিল্ডের পক্ষ থেকে এখবর জানানো হয়। মূলত স্থানীয় প্রকাশক ও ব্যবসায়ীদের প্রমোট করতেই এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। এবারের মেলায় রাজ্য সমবায় ব্যাংক, ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউট, এডিসি সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টল থাকবে। প্রায় ৫০জন পুস্তক বিক্রেতা ও প্রকাশক এবারের মেলায় অংশ নেবেন। বাংলাদেশ থেকে অবশ্য কোনও ব্যবসায়ী বা প্রকাশক আসছেন না। তবে সেখানকার বই থাকবে। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন গিল্ডের সম্পাদক রঘুনাথ সরকার, আহ্বায়ক শুভব্রত দেব, প্রাক্তন সভাপতি দেবানন্দ দাম সহ অন্যান্যরা। তাদের প্রত্যাশা এবারের মেলায় কম করেও দশটি বই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পাবে। পুস্তক মেলার মঞ্চে দীপালি বৈদ্য খাসনবীশ স্মৃতি সাহিত্য পুরস্কার দেওয়া হবে কথা সাহিত্যিক রাজকুমার জিতেন্দ্রজিৎ সিনহাকে। তাছাড়া পুস্তক মেলাতেই শারদ সাহিত্য সম্মান পুরস্কারও দেওয়া হবে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা চক্র।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৯শে নভেম্বর ২০১৯