Type Here to Get Search Results !

জলবায়ু পরিবর্তনের প্রভাব : গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণ বরফ-চাদর গলে বিপত্তি

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


২০২১ সালে গ্রিনল্যান্ডে একদিনে যে বিপুল পরিমাণ বরফ-চাদর গলে জল হল তার ক্ষতির পরিমাণ সেই ১৯৫০ সালের এ জাতীয় ক্ষতির কথাই মনে করিয়ে দিচ্ছে। ২০১২ এবং ২০১৯ সালেও গ্রিনল্যান্ডের বরফ চোখে পড়ার মতো গলেছিল। তারপর এই ২০২১ সাল‌। মেরুবলয়ের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব দীর্ঘদিনেরই। এ নিয়ে উদ্বিগ্ন বিশ্বের বিজ্ঞানীরা। সেই উদ্বেগের মধ্যেই একদিনে গ্রিনল্যান্ডে ২২ গিগাটন বা ১০০ কোটি মেট্রিক টন বরফের চাদর গলে জল হয়ে গেল। বিজ্ঞানীরা বলছেন, যে পরিমাণ বরফ গলেছে তার জল অনায়াসে গোটা ফ্লোরিডাকে ঢেকে দিতে পারবে। ফ্লোরিডা চলে যেতে পারে অন্তত ২ ইঞ্চি জলের তলায়। ডেনমার্কের জলবায়ু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তাপমাত্রা অনেকটা উপরের দিকে চলে গিয়েছিল। তখনই এই বিপত্তি। তাঁরা এ-ও বলেছেন, বরফের ক্ষয়ক্ষতির দিক থেকে ১৯৫০ সালের পর এটাই তৃতীয় সর্বোচ্চ ক্ষতি।  তাপমাত্রা না কমলে আগামী দিনে এর চেয়েও বড় মাপের ক্ষতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। এই বরফ গলার প্রভাব অনেক দূর পর্যন্ত এলাকায় পড়েছে বলে দাবি বিজ্ঞানীদের। বরফ গলে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের তরফে তোলা যে উপগ্রহচিত্র সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বরফের চাদরের নীচ থেকে মেরুসাগরের তীর এলাকার মাটি বেরিয়ে আসছে!


আরশিকথা দেশ-বিদেশ

১লা আগস্ট ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.