Type Here to Get Search Results !

এবার ট্রেনে থাকবেন রেলসেবিকা

আরশিকথা ডেস্কঃ


এতদিন শুধু বিমানে থাকতেন সেবিকা বা এয়ার হোস্টেস। এবার থেকে রেলেও থাকবেন হোস্টেস বা সেবিকারা। নজর রাখবেন যাত্রীদের সুযোগ-সুবিধার দিকে। তবে সব ট্রেনে থাকবেন না তাঁরা। ভারতে এখন মোট ২৫টি প্রিমিয়াম ট্রেন চলে। রেল সূত্রে খবর, শতাব্দী-গতিমান-তেজসের মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে রেলসেবিকা নিয়োগ করা হবে। বন্দেভারত এক্সপ্রেস ছুটতে শুরু করলে সেখানেও রেলসেবিকাদের দেখা যাবে। তবে রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসে থাকবেন না তাঁরা। শুধুমাত্র পরিষেবা ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদেরই নিয়োগ করা হবে বলে খবর। ইতিমধ্যে গতিমান এক্সপ্রেসে রেলসেবিকা নিয়োগ করা হয়েছে। বিমানসেবিকাদের মতো তাঁরা দিন-রাত কাজ করবেন না। মহিলারা শুধুমাত্র দিনে রেলে কাজ করবেন। আর রাতে থাকবেন রেলসেবকরা। মূলত নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। কী কাজ করবেন রেলসেবিকারা? রেলযাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতেই সেবিকা নিয়োগের কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। ট্রেনে যাত্রীদের স্বাগত জানানো থেকে তাঁদের সুযোগ -সুবিধার দিকে নজর রাখবেন রেলসেবিকারা। শুনবেন যাত্রীদের অভিযোগ। পরিবেশন করবেন খাবারও। দ্রুতই প্রিমিয়াম ট্রেনগুলিতে রেলসেবিকাদের দেখা মিলবে।


আরশিকথা হাইলাইটস


তথ্যসূত্রঃ সৌজন্যে ইন্টারনেট

৯ই ডিসেম্বর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. "এবার ট্রেনে থাকবেন রেল সেবিকা।" -- সময় উপযোগী সিদ্ধান্ত। আমাদের জন্য দারুণ খবর।

    উত্তরমুছুন