জৈব বৈচিত্র্য রক্ষায় বন ও বন্যপ্রাণীদের প্রয়োজনীয়তা অপরিসীম। পৃথিবীতে মানুষের যেমন বাঁচার অধিকার আছে তেমনি বন্যপ্রাণীদেরও বাঁচার অধিকার রয়েছে। তাই আজ শুধু আমাদের দেশ বা রাজ্যেই নয়, সমগ্র বিশ্বে বন ও বন্যপ্রাণী রক্ষায় বিভিন্ন কর্মসূচি রূপায়িত হচ্ছে। রবিবার সিপাহীজলা অভয়ারণ্যের মুক্তমঞ্চে মেঘলা চিতা উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা আরও বলেন, বর্তমান রাজ্য সরকার জৈব বৈচিত্র্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে। গড়ে তোলা হয়েছে অক্সিজেন পার্ক ও ইকো টুরিজম কেন্দ্র। বন ও বন্যপ্রাণী ছাড়া পর্যটনের বিকাশ সম্ভব নয়। এগুলির প্রতি পর্যটকদের একটা চিরন্তন আকর্ষণ রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন, সিপাহীজলা অভয়ারণ্য আমাদের রাজ্যের অন্যতম একটি পর্যটনকেন্দ্র। এই অভয়ারণ্যকে সুন্দর রাখার দায়িত্ব স্থানীয় জনসাধারণকেই নিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য প্রধান বনসংরক্ষক ড. ডি কে শর্মা ও মুখ্য বন সংরক্ষক কে শশী কুমার। সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সদস্য রতন দাস। অনুষ্ঠানে মেঘলা চিতা উৎসব উপলক্ষে আয়োজিত বসে আঁকো ও ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৩ই মার্চ ২০২২