আবু আলী
ঢাকা, আরশিকথা ॥
ভারতে চিকিৎসা নিতে আগ্রহীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে তাগিদ জানিয়েছে ঢাকা। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় কনস্যুলার সংলাপে বাংলাদেশের পক্ষ থেকে এ তাগিদ দেয়া হয়।
সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (কনস্যুলার, পাসপোর্ট ও ভিসা এবং প্রবাসী ভারতীয় বিষয়ক) ড. আউসফ সাঈদ।সংলাপের সময় দ্বিপক্ষীয় কনস্যুলার ইস্যুগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্যসূচির মধ্যে ছিল দুই দেশের পাচার হওয়া নারী ও শিশুদের দ্রুত প্রত্যাবাসন, নির্বিঘ্ন প্রস্থান অনুমোদন ইস্যু করা এবং দীর্ঘমেয়াদি কনস্যুলার সুবিধা নিশ্চিত করা।ভিসা ব্যবস্থায় নমনীয় হওয়ার ওপর জোর দিয়ে সংলাপে ভারতে অতিরিক্ত সময় অবস্থানে জরিমানা কাঠামোর ভিন্নতার বিষয়গুলো সমাধানের জন্য অনুরোধ জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। এছাড়া ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশী রোগীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার জন্য ভারতকে অনুরোধ জানানো হয়। পাশাপাশি বাংলাদেশী নাগরিকদের ভ্রমণ বিধিনিষেধ শিথিল করার অনুরোধও পুনরায় জানানো হয়।
সংলাপে উভয় পক্ষ কনস্যুলার সুবিধা, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর এবং ভিসা সংক্রান্ত বিষয়গুলো ত্বরান্বিত করার বিষয়ে সম্মত হয়েছে। বন্দিদের তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানে পূর্ব প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করে দুই পক্ষ।বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম কনস্যুলার সংলাপ ২০১৭ সালের ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়। নয়াদিল্লিতে দ্বিতীয় কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৮ জানুয়ারি।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
২৬শে জুলাই ২০২২