আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খেলাধুলার মধ্য দিয়েই শিশুরা লেখাপড়া শিখবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,ঢাকা, আরশিকথাঃ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকের শিশুরা ডিজিটাল যুগের। কাজেই ডিজিটাল শিক্ষার ব্যবস্থা আমরা করে দিয়েছি। এখন আমাদের ভবিষ্যৎ দেখতে হবে স্মার্ট বাংলাদেশ করার। এই শিশুরা তো একদিন এই প্রযুক্তি ব্যবহার শিখবে। আমাদের যে স্মার্ট বাংলাদেশ সে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, অর্থাৎ উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলার মূল নেতৃত্ব আজকের শিশুরাই দেবে। আর সেটাই তো আমাদের লক্ষ্য। সেই ভাবে আমরা তাদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।’

    রোববার ১৭,মার্চ দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অভিভাবকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘লেখাপড়া খুবই দরকার, কিন্তু লেখাপড়ার নামে তাদের ওপর কোনো রকম চাপ সৃষ্টি করবেন না। আমরাই এখন চাচ্ছি, খেলাধুলার মধ্য দিয়েই শিশুরা তাদের লেখাপড়া শিখবে, যাতে তার ভেতরের সুপ্ত মেধাবিকাশের সুযোগ পায়। সেই ভাবে আমরা কারিকুলাম তৈরি করে এগিয়ে নিয়ে যাচ্ছি। কারণ, এখন ডিজিটাল বাংলাদেশ। এখন তো শিশুরা বিশ্বটাকে সামনে দেখতে পায়। ক্লাসে শুধু বই পড়া না চোখে দেখে শিখতে পারে। আর এর পরে তারাই হবে এক স্মার্ট বাংলাদেশের এক স্মার্ট নাগরিক। সেটাই আমরা চাই। আজকের শিশু দিবসের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে যথার্থ প্রতিপাদ্য গ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি চাই আমার দেশের প্রতিটা শিশু নিরাপদ জীবন পাক, সুন্দর ও উন্নত জীবন পাক সেটাই আমার কাম্য।’


    আরশিকথা বাংলাদেশ সংবাদ


    ছবি ও তথ্যঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৮ই মার্চ ২০২৪
     

    3/related/default