Type Here to Get Search Results !

তথ্যসংস্কৃতি দপ্তরের তরফে রবীন্দ্রজয়ন্তী পালন

তন্ময় বনিক,আগরতলাঃ হৃদয়ে তিনি,মননে তিনি। তাঁকে শ্রদ্ধা জানানোর মত কোনও ডালি নেই যে আমাদের হাতে। তাই তাঁরই সৃষ্টি সংগীত,নৃত্য ও কবিতার মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাঁকে। বুধবার(৯মে) সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হয় বিশ্বকবিকে। এবছর কবিগুরুর ১৫৭তম জন্মজয়ন্তীতে অনুষ্ঠান হয় গোটা রাজ্যে। অন্যান্যবারের মত এবছরও রবীন্দ্র কাননে হয় প্রভাতী অনুষ্ঠান। ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, এদেশে বিশ্বকবির মতো মহান ব্যক্তি জন্মেছেন তার জন্য আমরা গর্বিত। আমরা আরও গর্বিত বিশ্বকবি সাতবার ত্রিপুরায় এসেছেন। জন্মজয়ন্তীতে তিনি শতকোটি প্রণাম জানান বিশ্বকবিকে। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন। 

    ছবিঋণঃ ইন্টারনেট হইতে সংগৃহীত 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.