Type Here to Get Search Results !

১৭শো মেট্রিক টন কিউ প্রজাতির আনারস রওয়ানা হলো দুবাই এর উদ্দেশ্যে

তন্ময় বনিক,আগরতলাঃ
সতেরোশো মেট্রিক টন কিউ প্রজাতির আনারস ত্রিপুরা থেকে রওয়ানা হলো দুবাই এর উদ্দেশ্যে। ঊনকোটি জেলার কুমারঘাট মোটরস্ট্যান্ড থেকে আনুষ্ঠানিক ভাবে এই বিপুল পরিমাণ আনারস পাঠানো হয়।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর হাত ধরে কিউ প্রজাতির আনারস বিদেশে রপ্তানি করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিশ্ববন্ধু সেন, মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, কৃষি দপ্তরের সচিব এম এল দে সহ অন্যান্যরা।উদ্যান ও ভূমি সংরক্ষণ অধিকার দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান হয়
মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন,জনজাতিরা কি কাজ করছেন,কোথায় থাকছেন তা বিগত ২৫ বছরে মূল্যায়নই করতে পারেনি তৎকালীন সরকার। মুখ্যমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা এদিন সবুজ পতাকা নেড়ে কিউ প্রজাতির আনারসবাহী গাড়িটির যাত্রা সূচনা করেন। 

ছবিঃ সুমিত কুমার সিংহ

২২শে জুলাই ২০১৯ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.