আমিই সেই"...কলকাতা থেকে শমিতা বিশ্বাস এর কবিতা

আরশি কথা
 আমিই সেই...

আমাকে বন্দী করে রেখেছিলে,
আমাকে বিক্রি করে দিয়েছিলে,
আমাকে অ্যসিডে বিকৃত করেছিলে,
আমাকে পুড়িয়ে মেরেছিলে।
কিন্ত
না
পারোনি।
আমি আবার বেঁচে উঠেছি
কোন শক্তি নেই  যে আমাকে মারে
কারণ আমি নিজেই যে শক্তি
আমি সৃষ্টি 
আমি ধরিত্রী
আমি ধারণ করি
আমি চাইলে সৃষ্টি স্তব্ধ করে দিতে পারি।
আমিই সেই ফিনিক্স পাখি।

-- শমিতা বিশ্বাস,কলকাতা

৮ই মার্চ ২০২০
3/related/default