ঈদ উপলক্ষে বর্ডার গোলচক্কর এলাকায় দুস্থ সংখ্যালঘুদের হাতে তুলে দেয়া হলো নতুন বস্ত্র

আরশি কথা

আগরতলা ডেস্ক,আরশিকথাঃ
রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায়  সংখ্যালঘু পরিবারদের মধ্যে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয় । পবিত্র ঈদ উপলক্ষ্যে এখানে দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেন পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা শ্রীমতী নীতি দেব মহোদয়া ।


সামাজিক দূরত্ব মেনে আয়োজিত এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামনগর এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত,  ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন , টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার সহ অন্যান্যরা।
করুণা সংকটের এই সময়ে ব্যাপক সমাগম এর বাইরে, ঘরে ঘরে ঈদের খুশি উদযাপন করতে গিয়ে এদিন নতুন বস্ত্র পেয়ে খুশি সবাই।

২৪শে মে ২০২০
3/related/default