এবছর স্নানযাত্রা উৎসব হচ্ছেনা আগরতলাস্থিত জগন্নাথ জীউ মন্দিরে

আরশি কথা
নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
আগরতলাস্থিত শ্রী শ্রী জগন্নাথ জীউ মন্দিরে প্রতি বছর স্নানযাত্রা উৎসব উপলক্ষে ভক্তপ্রাণ মানুষের সমাবেশ হয়ে থাকে।কিন্তু এই বছর তা বন্ধ থাকবে।মন্দিরে নিয়ম রক্ষার্থে স্নানযাত্রা উৎসব এবছর পূজা মাত্র হিসেবে সম্পন্ন হবে। কোভিড-১৯ এর সংক্রমণ থেকে দূরে থাকার জন্যই মন্দিরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।তাই ভক্তগণের প্রতি মন্দিরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে তারা যেন নিজ নিজ বাড়িতেই শ্রী শ্রী জগন্নাথদেবের আরাধনা ও স্মরণ করেন।ভক্ত সাধারণের অবগতির জন্য এই সংবাদ মঠের পক্ষ থেকে জানানো হয়েছে।

ছবিঃ সংগৃহীত 
৪ঠা জুন ২০২০
3/related/default