আমরা বাঙালির বিক্ষোভ

আরশি কথা
নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছে আমরা বাঙালি।মঙ্গলবার(১৪ জুলাই) মঠ চৌমুহনী সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান দলের নেতা কর্মীরা।রেল বেসরকারিকরণ,পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি,কোল ইন্ডিয়া অফিস বাংলার অঞ্চল থেকে স্থানান্তর এবং শিক্ষার পাঠ্যক্রম থেকে ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রকে বাদ দেওয়ার মতো কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ আন্দোলনে সামিল হন তারা।
দলীয় নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন,যদি সরকার এই ধরণের সিদ্ধান্তগুলি থেকে সরে না আসে তাহলে আগামীদিনগুলিতেও আমরা বাঙালি গণতান্ত্রিক উপায়ে আন্দোলন জারি রাখবে।

ছবিঃসুমিত কুমার সিংহ
আরশিকথা

১৪ই জুলাই ২০২০
3/related/default