লেখালেখির প্লট " --- ত্রিপুরা থেকে মৌসুমী কর এর কবিতা

আরশি কথা
লেখালেখির প্লট 
-----------------------

আমার গোঁসাঘরের তালা 
প্রতিরাতে খুলে দেই....
সারাদিন স্বপ্নেরা সেখানে 
বিশ্রাম নেয়। 
রাতে তারা আড্ডায় মাতে
আমার সাথে।
কখনো আড্ডা শেষ হয়
চাপান উতোর আর দোষারোপের 
ফুলঝুড়ি দিয়ে.....
কখনো ডুব দিতে চায় 
বিসমিল্লায় ......
আবার কখনো বা তারা 
চায়ে চুমুক দিয়ে জানতে চায়
হৃদয়ের হাল-হকিকত .....
আর সেখান থেকেই পেয়ে যাই
লেখালেখির প্লট।
  


- মৌসুমী  কর
ত্রিপুরা

২৮শে আগস্ট ২০২০
3/related/default