Type Here to Get Search Results !

এবছর পূজায় আবহাওয়া কেমন থাকবে ? ঃ ত্রিপুরা নিউজ

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

শারদোৎসবে বৃষ্টির সম্ভাবনা নেই।সম্প্রতি কয়েকদিনের টানা বর্ষণ বন্ধ হতেই ফের গরমের দাপট।অথচ বাংলায় ঋতুচক্রের হিসেবে শরৎ প্রায় শেষ হতে চলেছে।এবারের মরশুমে রাজ্যে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি হয়েছে ১১ শতাংশ কম।গতবছর স্বাভাবিকের চাইতে ৫ শতাংশ কম ছিলো।তবে স্বাভাবিকের চাইতে ১৯ শতাংশ পর্যন্ত কম বেশিকে স্বাভাবিক হিসেবেই ধরে নেওয়া হয় বলে জানান বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের অধিকর্তা দীপঙ্কর সাহা।তিনি জানান,রাজ্যের আকাশ থেকে বর্ষা প্রায় বিদায় নিয়েছে।অবশ্য পাকাপাকি ভাবে একথা বলতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।কারণ আন্দামানে সাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে।এর গতিপ্রকৃতি কি হয় তার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।তিনি আশার বাণী শোনান যে, এবছর শারদোৎসবের সময় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।কারণ বর্ষা এর আগেই পাকাপাকি ভাবে বিদায় নেবে।বৃষ্টি হলে স্থানীয় মেঘে সামান্য কিছু হতে পারে আকাশ মেঘমুক্ত থাকলে শীত যথাসময়েই রাজ্যে প্রবেশ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।


আরশিকথা ত্রিপুরা নিউজ


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১০ই অক্টোবর ২০২০

  
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.