Type Here to Get Search Results !

" ঘৃণ্যতরী " ... ঢাকা থেকে কে এ বিপ্লবের কবিতা

" ঘৃণ্যতরী "


মনো নাহি তার লাগি সখি
আবদ্ধ সত্যের পুঁজোয় জানি,
পঞ্চ ইন্দ্রিয়ে গড়া রুদ্ধ খাঁচায়
কামকর্মে অনিচ্ছায় এ দেহ খানি।
মন মহাজন' মধুচন্দ্রিমায় অবেলায় সখি
অকালে বসতি গেড়েছে চাঁদের বাড়ি,
বিসর্জনে অক্ষিবারি নত ঢাকা মুখ
অন্তরালে রসকামে মত্ত অর্থ পূজারী।
ক্ষুধার্ত ব্রহ্মাণ্ডে অন্নদানে সখি
রঙ মেখে পসরা সাজাই শুধু,
মৃদু হাস্যে নাকাল মূঢ় বেচারা
মধু আহরণ! সে তো বহুদূর।
মোর এই নর চাটা ঘৃণ্য তরী সখি
কলুষিত সমাজেরই অসার দান,
প্রাণপণে লড়েও হেরেছি বারংবার
বৃদ্ধাঙ্গুলিতে সবাই শোনেনি আহ্বান।
সাধু সাজে দিবালোকে জ্ঞানীগুণী সখি
নীতিবাক্যে তীর, ভাষণেও তীব্র উতলা,
পশ্চাতে নিভু আলোয় বোতলে চুমুক
হ্যাঁচকা টানে হাত কাছে আয় সরলা।
মোর অন্তরধ্যান পূজার ও অঞ্জলি
মনমোহনের গড়া আপন বসত বাড়ি,
শূন্যে ভিটে হিয়ার লাগি প্রতীক্ষিত
জনমের তরে সখি যে গিয়েছে ছাড়ি।

-- খোরশেদ আলম বিপ্লব, ঢাকা 

৩১শে আগস্ট ২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.