ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মাঝেই, কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে ভুয়ো ভ্যাকসিন চিহ্নিত করা যাবে। কিছুদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একটি সতর্কতা জারি করে বলা হয়েছিল যে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে নকল ভ্যাকসিন বিক্রি করা হচ্ছে।
বর্তমানে ভারতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক তিন ধরণের ভ্যাকসিন দেওয়া হচ্ছে ।
কোভিশিল্ড চেনার উপায় হল:
১) ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) নাম লেখা আছে কিনা দেখে নিতে হবে।
২) এসআইআই লেখা লেবেলটি এবং সিলের অ্যালুমিনিয়াম ফয়েলের রং হবে গাঢ় সবুজ।
৩) ট্রেডমার্ক ও ব্র্যান্ডের নাম লেখা থাকবে।
৪) অক্ষরগুলি একটি বিশেষ সাদা কালিতে লেখা হয়েছে যাতে সেগুলি পড়া যায় ভালোভাবে।
৫) ওষুধের জেনেরিক নাম বোল্ড ভাবে লেখা হয়না।
৬) ওষুধের নামের উপর দিয়েই লেখা থাকে 'সিজিএস নট ফর সেল'।
৭) এসআইআই-এর লোগোটি একটি বিশেষ কোনায় লেখা থাকে। যারা ভ্যাকসিন নিয়ে কাজ করেন তারা সহজেই দেখলে বুঝতে পারবেন।
৮) বোতলের লেবেলটিতে একটি বিশেষ হানিকম্ব এফেক্ট আছে। এই ডিজাইনটি সব জায়গায় একইরকম নয়। যারা ভ্যাকসিন নিয়ে সবসময় কাজ করছেন তারা দেখলে বুঝতে পারবেন।
কোভ্যাক্সিন চেনার উপায় হল:
১) ভ্যাকসিনের বোতলের গায়ে একটি ডিএনএ-র চিহ্ন ছাপা আছে যা শুধুমাত্র অতিবেগুনি রশ্মিতেই দেখা যাবে।
২) লেবেলে লুকানো মাইক্রো টেক্সট ডটসের মাধ্যমে কোভ্যাক্সিন নাম লেখা আছে
৩) কোভ্যাক্সিন এর নামের এক্স অক্ষরটিতে একটি বিশেষ গ্রিন ফয়েল এফেক্ট আছে।
৪) পুরো 'কোভ্যাক্সিন' লেখাটিতেই একটি হলোগ্রাম এফেক্ট আছে।
স্পুটনিক চেনার উপায় হল:
১) রাশিয়ার দুই জায়গায় মূলত এর উৎপাদন হয় এবং তাদের লেবেল আলাদা। লেবেলের নকশা এক হলেও, উৎপাদকের নাম আলাদা।
২) ভ্যাকসিনের লেবেলে সব লেখায় রুশ ভাষায় লেখা হলেও ৫ এম্পুলের প্যাকেটের দুদিকে ইংরেজি ভাষায় লেখা হয়।
আরশিকথা দেশ-বিদেশ সংবাদ
৫ই সেপ্টেম্বর ২০২১