সাইবার অপরাধ বাড়ছে... জনগণকে সতর্ক করলো পুলিশ, ধৃত দুই

আরশি কথা
তন্ময় বনিক,আগরতলাঃ
 রাজ্যে এখন সাইবার ক্রাইম আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। কুৎসা, অপপ্রচার তো আছেই। সবচাইতে মারাত্মক যে সমস্যাটি তা হচ্ছে বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই ধরণের ঘটনা বাড়তে থাকায় নড়েচড়ে বসেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। 
সাইবার ক্রাইম সেলের পুলিশ সুপার শনিবার ( ৪ মে ) এক সাংবাদিক সম্মেলন করে এবিষয়ে মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দেন। তিনি একটি ঘটনা তুলে ধরে বলেন - জীবনবীমা ও স্বাস্থ্যবীমার নাম করে একটি সংস্থা জনৈক নাগরিকের কাছ থেকে বহু টাকা হাতিয়ে নেয়। বীমার নামে ধাপে ধাপে টাকা নেওয়া হয়েছে। অথচ পুরো ব্যাপারটিই ছিলো প্রতারণা। শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্থ ঐ গ্রাহক তা বুঝতে পেরে খোয়াই থানায় মামলা রুজু করে। মামলার নম্বর ২০/১৯ । তদন্তে নেমে সাইবার ক্রাইম বিভাগ দুই যুবককে আটক করে। ধৃতরা হলো প্রীতম চৌধুরী ও বিলাস সাহা। দু'জনেরই বাড়ি গোমতী জেলায়। এরা থাকে ধলেশ্বর এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। 
এধরণের বহু সাইবার অপরাধমূলক ঘটনার সঙ্গে এরা জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 

ছবিঃ সুমিত কুমার সিংহ

৪ঠা মে ২০১৯ইং
3/related/default