Type Here to Get Search Results !

মেয়েদের শিক্ষিত করে তোলার আহবান রাজ্যপালের

তন্ময় বনিক,আগরতলাঃ
মেয়েদের শিক্ষিত করে তুলতে হবে। মা শিক্ষিত হলেই সন্তান শিক্ষিত হবে। তবেই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। মেয়েরা পিছিয়ে থাকলে দেশ এগিয়ে যেতে পারবেনা। কথাগুলি বলেছেন রাজ্যপাল তথাগত রায়। বুধবার(৩০মে) বেটি বাঁচাও বেটি পড়াও এবং স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের উপর সেমিনার হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেখানে প্রধান অতিথির ভাষণে রাজ্যপাল মেয়েদের শিক্ষিত হওয়ার উপর বিশেষ গুরুত্ব দেন। রাজ্যপালের ভাষণে প্রধানমন্ত্রীর প্রশংসাও উঠে আসে। নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের বিশেষ প্রশংসা করেন তিনি। রাজ্যপাল বলেন, আগের প্রধানমন্ত্রীরা দেশের হিতের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের কথা বিশেষভাবে বলতেই হয়। 
এমন অনেক রোগ রয়েছে যেগুলি মাছির মাধ্যমে ছড়ায়। যত্রতত্র মলমূত্র ত্যাগের ফলে মাছির মাধ্যমে রোগজীবাণু ছড়িয়ে পড়ে। তাই স্বচ্ছ ভারত গড়ে তুলতে স্বচ্ছ ভারত অভিযান খুবই প্রাসঙ্গিক। ভারত সরকারের রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন এবং বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরী যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। তাতে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অমিত শুক্ল, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেয়। 

ছবিঃ সুমিত কুমার সিংহ
৩০শে মে ২০১৮ইং       

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.