প্রতীক... আগরতলা থেকে চিন্ময় চৌধুরী এর কবিতা

আরশি কথা
প্রতীক...

 আঁধার ঘরে প্রদীপ জ্বলছে
তেল ফুরিয়ে গেছে বহুক্ষণ
তিল তিল করে নিজেকে পুড়িয়ে
সলতেটা এখনও আলো দিয়ে চলেছে 
প্রতিদিন,
শুধুই নিঃশব্দে বলিদান
জীর্ণ দরজার বাইরে
প্রকৃতির বুকে ত্রয়োদশীয় চাঁদের স্বপ্নালু আলো
দিগন্তে নক্ষত্রের রোশনাই 
আলোক মালার হাটে ঝড়ো বাতাস আজও ব্রাত্য
নিঃসঙ্গ প্রদীপ শিখার ওপর
তাই বার বার চলে আক্রমণ
জীর্ণ কপাটের ফাটল ভেদ করে আসা
দামাল বাতাসের আঘাতের পর আঘাত বুকে নিয়ে
প্রজ্বলিত সলতে যেন
সংসার যজ্ঞ অনলে সমর্পিতা নারী...


-- চিন্ময় চৌধুরী,আগরতলা

ছবি- ইন্টারনেটের সৌজন্যে 
১লা মার্চ ২০২০
3/related/default